No Internet Connection !

মুন্সীগঞ্জ জেলা পরিচিতি

প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: মুন্সিগঞ্জ জেলায় রূপান্তরিত হয় ১৯৮৪ সালে।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার সীমানা কি? উ: মুন্সিগঞ্জ জেলার সীমানা:

✅ উত্তরে: ঢাকা

✅ দক্ষিণে: ফরিদপুর

✅ পূর্বে: মেঘনা নদী ও কুমিল্লা

✅ পশ্চিমে: পদ্মা নদী ও ফরিদপুর জেলা


প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: বর্ণমুখর মুন্সিগঞ্জ।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার আয়তন কত? উ: আয়তন ৯৫৪.৯৬ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার গ্রাম কতটি? উ: ৯০৬ টি।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৬৭ টি।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৬ টি। মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ী, শ্রীনগর, উ: লৌহজং, গজারিয়া এবং সিরাজদিখান।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার পৌরসভা কতটি? উ: ২ টি। মুন্সিগঞ্জ, মিরকাদীম।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার নদ-নদী কি কি? উ: শীতলক্ষা, ধলেশ্বরী, পদ্মা, মেঘনা, ইছামতি ইত্যাদি।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: বস্ত্র শিল্প, তাঁত শিল্প।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: ইন্দ্রাকপুর দুর্গ, অতীশ দীপঙ্করের জন্মস্থান পণ্ডিত ভিটা, সোনাকান্দা দুর্গ।
প্রশ্ন: মুন্সিগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: অতীশ দীপঙ্কর (বৌদ্ধ পণ্ডিত), জগদীশ চন্দ্র বসু (বিজ্ঞানী), সমরেশ বসু (সাহিত্যিক, ঔপন্যাসিক), ইমদাদুল হক মিলন (ঔপন্যাসিক), হুমায়ুন আজাদ (ঔপন্যাসিক), দেশবন্ধু চিত্তরঞ্জন দাস (রাজনীতিবিদ), মানিক বন্দ্যোপাধ্যায় (সাহিত্যিক), শীর্ষেন্দু মুখোপাধ্যায় (ঔপন্যাসিক), সৈয়দ মইনুল হোসেন (জাতীয় সংসদের স্থপতি), কফিল উদ্দিন চৌধুরী (সমাজ সেবক), কালী প্রসন্ন ঘোষ (কবি, সাহিত্যিক), ব্রজেন দাস (ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি), সরোজিনী নাইডু (রাজনীতিবিদ), বুদ্ধদেব বসু (সাহিত্যিক), প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ (রাষ্ট্রপতি) , অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী (সাবেক রাষ্ট্রপতি) ফখরুদ্দীন আহম্মেদ (তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা)।
top
Back
Home
Gsearch